মেঘনা ব্যাংক লিমিটেড ও ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের মধ্যে সমঝোতা চূক্তি
September 26, 2017

সম্প্রতি মেঘনা ব্যাংক লিমিটেড ও ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের মধ্যে সমঝোতা চূক্তি সম্পন্ন হয়েছে।
এখন থেকে মেঘনা ব্যাংক লিমিটেড এর সমস্ত চাকুরিজীবি ও ক্রেডিট কার্ড এর গ্রাহকগন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে কনসালটেশন ফি ১৫%, অাউটডোর বিভাগে ২০% ও ইনডোর বিভাগে ১৫% কম খরচে চিকিৎসা সেবা পাবেন এবং বিল পরিশোধের ক্ষেত্রে ৩,৬,৯ ও ১২ মাস মেয়াদি ০ % ইনটারেস্টে এ বিল পরিশোধ করার ই এম অাই সুবিধা পাবেন।
মেঘনা ব্যাংক লিমিটেড এর পক্ষে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস পেসিডেন্ট মোঃ ইমাদুল ইসলাম ও ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের পক্ষে চেয়ারম্যান ও চীফ কনসালটেন্ট ডাঃ এম ইয়াছিন অালী এই সমঝোতা চূক্তিতে সাক্ষর করেন।
এই সময় অন্যান্যের মধ্যে মেঘনা ব্যাংক লিমিটেড এর এমডি মোহাম্মদ নুরুল অামিন ও ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের এমডি নূরেন দূরদানা উপস্থিত ছিলেন।