শিরোনাম

South east bank ad

বাজারে আসছে পরিবেশবান্ধব গাড়ি ‘বাঘ’

 প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাংলাদেশের বাজারে আসছে পরিবেশবান্ধব অটোরিকশা ও আধুনিক টু-হুইলার মোটরবাইক ‘বাঘ’। আগামী পহেলা বৈশাখে এগুলো বাজারে আসবে বলে জানিয়েছেন বাঘ ইকো মোটরসের প্রেসিডেন্ট কাজী জাসিমুল ইসলাম বাপ্পি।

গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বাপ্পি জানান, ‘বাঘ টু-হুইলার মোটরবাইক ও অটোরিকশা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে মডেল ও সার্বিক দিক বিবেচনায় সবচেয়ে আধুনিক আরামদায়ক ও পরিবেশবান্ধব যানবাহন। নতুন এই গাড়ির প্রধান বিশেষত্ব হলো আইওটি ডিভাইসের সাহায্যে যেকোনো সময় যেকোনো স্থান থেকে (এটি) ট্র্যাক করা যায়। গাড়িটির বিমা করা রয়েছে। ফলে দুর্ঘটনায় আর্থিক সহায়তার ব্যবস্থাও আছে। আগামী ঈদের আগাই বাঘ-এর গাড়িগুলো দেশের রাস্তায় চলাচল করবে।’

বাঘের গাড়িগুলোর পরিবেশগত ও কারিগরি দিক তুলে ধরে জাসিমুল ইসলাম বলেন, ‘গাড়িগুলো লিথিয়াম ব্যাটারি এবং সোলারের সমন্বয়ে চলবে। লিথিয়াম ব্যাটারি অ্যাসিড ব্যাটারির তুলনায় ৩০ শতাংশ ভালো কাজ করে। এগুলো অ্যাসিড ব্যাটারির ওজনের এক-তৃতীয়াংশ। অ্যাসিড ব্যাটারির চেয়ে কমপক্ষে ৩ ঘণ্টা দ্রুত চার্জ হয়। এই ব্যাটারিতে সিসা অ্যাসিড না থাকায় দূষণ ঘটবে না। সহজে চার্জিং ব্যবস্থা সহনীয় করতে দেশের বিভিন্ন স্থানে রয়েল চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে অ্যাসিড ব্যাটারি উৎপাদনের কারণে পরিবেশ ব্যাপকভাবে দূষিত হচ্ছে বলে জানিয়েছে। বিষয়টি উল্লেখ করে বাঘ ইকো মোটরসের প্রেসিডেন্ট বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পরিবেশ দেওয়ার লক্ষ্যে রয়্যাল বেঙ্গল ব্যাটারি লিমিটেড অ্যাসিড ব্যাটারির পরিবর্তে পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারি তৈরির উদ্যোগ নেয়। তাইওয়ানের প্রযুক্তি ব্যবহার করে সোলার এবং লিথিয়াম ব্যাটারি একত্রে সংযুক্ত করে দুটি পরিবেশবান্ধব গাড়ি উদ্ভাবন করা হয়। বাংলাদেশের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই পরিবেশবান্ধব গাড়ির ধারণা হলো বাঘ।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বাঘ ইকো মোটরসের ভাইস প্রেসিডেন্ট ফাহমিদুল হাসান, সিইও মো. এনামুল হক, বাঘ ইকো মোটরসের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ নওরিন জাহানসহ প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: