শিরোনাম

South east bank ad

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৬

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পশ্চিম আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এতে ৭০০ এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল (১৭ জানুয়ারি) সোমবার বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি গণমাধ্যমে বলেন, বাদঘিস প্রদেশের কাদিস জেলায় বাড়ির ছাদ ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটেছে।

সারওয়ারি বলেন, ভূমিকম্পে নিহত ২৬ জনের মধ্যে পাঁচ নারী ও চার শিশু রয়েছেন। তিনি আরও জানান, এতে আহত হয়েছেন আরও চার জন।

এই কর্মকর্তা বলেন, ভারি বৃষ্টিপাতের মধ্যেও প্রথম উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছায় তবে সতর্ক করে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্প আঘাত হানার দুই ঘণ্টা পর ৪ দশমিক ৯ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে।

আফগানিস্তানের জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের প্রধান মোল্লা জানান সায়েক, ২৬ জন নিহতের কথা নিশ্চিত করেছেন। ভূমিকম্পে মুকর জেলার বাসিন্দারাও ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেন নি এই কর্মকর্তা।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: