শিরোনাম

South east bank ad

বছরে ৪ লাখ কর্মী নেবে জার্মানি

 প্রকাশ: ২১ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

জার্মানিতে চলতি বছর তিন লাখের বেশি কর্মী সংকট হবে। এই মুহূর্তে যে সংখ্যক তরুণ কর্মী শ্রমবাজারে প্রবেশ করছেন তার তুলনায় অবসরে যাচ্ছেন অনেক বয়স্ক কর্মী।

জনসংখ্যার ভারসাম্য রক্ষা ও শ্রমিক সংকট কাটাতে প্রতি বছর বাইরের দেশ থেকে চার লাখ কর্মী নেবে জার্মানির নতুন জোট সরকার।

দেশটির ক্ষমতাসীন জোটের শরীক দল ফ্রি ডেমোক্র্যাটসের (এফডিপি) পার্লামেন্টারি নেতা ক্রিস্টিয়ান ডুয়ের এ ঘোষণা দিয়েছেন বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

করোনাভাইরাস পরিস্থিতি বিশ্বজুড়ে অর্থনৈতিক ব্যবস্থাপনায় প্রভাব ফেলেছে। সংকটের মুখোমুখি হয়েছে জার্মানিও। এমন প্রেক্ষাপটে শিল্পকারখানাসহ নানা ক্ষেত্রে উন্নয়নে বিদেশ থেকে কর্মী নেয়ার পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ।

ক্রিস্টিয়ান ডুয়ের বলেন, ‘দক্ষ কর্মীর সংকট এতটাই মারাত্মক যে, আমাদের অর্থনৈতিক অবস্থার নাটকীয়ভাবে অবনতি হচ্ছে।’

‘যতদ্রুত সম্ভব আমরা বিদেশ থেকে চার লাখ কর্মী আনার ব্যবস্থা নেব।’

কর্মীবান্ধব জার্মান ইকোনোমিক ইনস্টিটিউটের ধারণা, দেশে চলতি বছর তিন লাখের বেশি কর্মী সংকট হবে। এই মুহূর্তে যে সংখ্যক তরুণ কর্মী শ্রমবাজারে প্রবেশ করছেন তার তুলনায় অবসরে যাচ্ছেন অনেক বয়স্ক কর্মী।

কর্মী সংকটের এই ব্যবধান সাড়ে ছয় লাখ ছাড়িয়ে যাবে ২০২৯ সালে। ২০৩০ সালে ঘাটতি হবে প্রায় ৫০ লাখ মানুষের।

জার্মানিতে করোনা মহামারির মধ্যেও গত বছর কাজের সুযোগ তৈরি হয়েছে চার কোটি ৫০ লাখ মানুষের। কয়েক দশক ধরে কম জন্মহার এবং অসম অভিবাসন প্রক্রিয়া একানে কর্মী সংকটে নতুন মাত্রা যোগ করেছে।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: