শিরোনাম

South east bank ad

সুদানের প্রধানমন্ত্রী গৃহবন্দী হলেন

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

সামরিক বাহিনীর একটি দল সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদুকের বাসভবন ঘিরে রেখেছে। দেশটির আল হাদাথ টেলিভিশন এই তথ্য জানিয়েছে। 

সংবাদ সংস্থা রয়টার্স এর তথ্য মতে আল হাদাথ টিভি’র তথ্য তাৎক্ষণিক যাচাই করা যায়নি। 

তবে সামরিক বাহিনীর একটি দল সুদানের প্রধানমন্ত্রীর উপদেষ্টার বাড়িতে ঢুকে তাকে আটক করেছে বলে জানা গেছে। 

এছাড়া দেশটির সশস্ত্র বাহিনীর হাতে আটক হয়েছেন চার জন মন্ত্রীসহ ক্ষমতাসীন কাউন্সিলের একজন বেসামরিক সদস্য।

এ বিষয়ে দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি। 

২০১৯ সালে ওমর আল বশির ক্ষমতাচূত হওয়ার পর দেশটির সামরিক ও বেসামরিক গোষ্ঠীর মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে দ্বন্দের শুরু হয়।

এরপর থেকে বিভিন্ন সময়ে দেশটিতে সেনা অভ্যুত্থানের দাবিতে বিক্ষোভও চলছিল।  

সূত্র: রয়টার্স 

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: