শিরোনাম

South east bank ad

রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণ সীমা বাড়ানোর দাবি বিজিএমইএর

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

কেন্দ্রীয় ব্যাংকের রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণ নেওয়ার সীমা বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

এখন একজন পোশাক রফতানিকারক এ তহবিল থেকে স‌র্বোচ্চ ৩ কোটি মার্কিন ডলার ঋণ নিতে পারেন। এ সীমা বাড়িয়ে ৪ কোটি করার দাবি জানিয়েছে সংগঠনটি।

গতকাল মঙ্গলবার (৪ জানুয়া‌রি) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক বৈঠকে সংগঠনের নেতাকর্মীরা এমন দাবি জানায়।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, বিজিএমইএর এক‌টি প্র‌তি‌নি‌ধি দল এসেছিল। ইডিএফ ঋণের সীমা বাড়ানোসহ বেশকিছু প্রস্তাব দিয়েছে। বৈঠকে বাংলাদেশ ব্যাংক থেকে বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো বলে বলে জানানো হয়।

ব্যাক টু ব্যাক এলসির আওতায় কাঁচামাল আমদানি সুবিধা বাড়াতে তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিটিএমএ, বিকেএমইএসহ কয়েকটি রফতানিকারক সংগঠনের সদস্যরা ইডিএফ থেকে ঋণ সুবিধা পায়।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: