শিরোনাম

South east bank ad

ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশ ইয়ুথ স্কিল ফেস্ট ১৫ ও ১৬ জুলাই

 প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   উদ্যোক্তাদের জন্য পরামর্শ


আসন্ন ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে উদযাপন করতে বাংলাদেশ ইয়ুথ স্কিল ফেস্ট-২০২১ অনুষ্ঠানের আয়োজন করছে ইন্সপায়ারিং বাংলাদেশ।
আগামী ১৫ জুলাই ও ১৬ জুলাই ২০২১ইং তারিখ ভার্চুয়াল মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। আয়োজনটির ওয়েবিনার সিরিজগুলোয় যোগ দেবেন বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ বক্তারা। তরুণদের দক্ষতা বাড়াতে নানা দিক নিয়ে আলোচনা করবেন তারা।
১৫ জুলাই ২০২১ইং তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে অংশ নেবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ড. মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নওকি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) প্রতিষ্ঠাতা সদস্য আজিম উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আতিকুল ইসলাম, স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক মালয়েশিয়ার সিসিও আরশাদুল হাসান, হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর এবং ইন্সপায়ারিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ।

BBS cable ad

উদ্যোক্তাদের জন্য পরামর্শ এর আরও খবর: