শিরোনাম

South east bank ad

বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর নিলো মাইক্রোসফট

 প্রকাশ: ০১ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   এনবিআর

বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) নিয়েছে মাইক্রোসফট। এর আগে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ভ্যাট নিবন্ধন নিয়েছে।
সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার করে নিবন্ধন নেওয়া এই টেক জায়ান্টের বাংলাদেশি ভ্যাট এজেন্ট পোদ্দার অ্যান্ড অ্যাসোসিয়েটস।

বৃহস্পতিবার (০১ জুলাই) ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিষ্ঠানটির ভ্যাট নিবন্ধন নম্বর: 003989858-0208। ঢাকা দক্ষিণের অধীন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আওতাধীন সেগুনবাগিচা বিভাগীয় দপ্তরের অধীনে মূসক নিবন্ধন দেওয়া হয়। সিঙ্গাপুরে মাইক্রোসফটের ঠিকানা: ১৮২, সিসিল স্ট্রিট, ১৩-০১ ফ্রেজার্স টাওয়ার।

মাইক্রোসফটের স্থানীয় ভ্যাট এজেন্ট পোদ্দার অ্যান্ড অ্যাসোসিয়েটসের বাংলাদেশ অফিসের ঠিকানা ৬/এ/১ সেগুনবাগিচা। এজেন্টের বিন নম্বর: 000168248-0208।

BBS cable ad

এনবিআর এর আরও খবর: