শিরোনাম

South east bank ad

গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে বৈচিত্র্য আনার আহ্বান এফবিসিসিআই সভাপতির

 প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   এফবিসিসিআই

গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে বৈচিত্র্য আনার আহ্বান এফবিসিসিআই সভাপতির

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পরিস্থিতি উন্নয়নে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের উদ্যোক্তাদের বিনিয়োগ ক্ষেত্রে বৈচিত্র্য আনার আহ্বান জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

গতকাল (৫ মার্চ) শনিবার এফবিসিসিআই কার্যালয়ে আরএমজি, নিটওয়্যার ও সোয়েটার ইত্যাদি স্থায়ী কমিটির প্রথম বৈঠকে সভাপতি এ আহ্বান জানান।

তিনি বলেন, বেশিরভাগ উদ্যোক্তা কটনভিত্তিক পোশাক ও স্পিনিং খাতে বিনিয়োগ করতে আগ্রহী। তবে বিশ্ববাজারে এখন মানবসৃষ্ট ফাইবারের পোশাকের চাহিদা বাড়ছে,যেটার দামও বেশি।

মো. জসিম উদ্দিন এ সময় তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে উদ্যোক্তাদের মানবসৃষ্ট ফাইবারে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, রফতানিকারকরা ধীরে ধীরে সস্তা বিদ্যুৎ, জ্বালানি ও শ্রমের সুবিধা হারাচ্ছেন। তৈরি পোশাক রফতানিতে দ্বিতীয় বৃহত্তম রফতানিকারক দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ মূলত তুলনামূলক সস্তা পোশাক রফতানি করে থাকে বলে মন্তব্য করেন তিনি।

জসিম উদ্দিন বলেন, প্রতিনিয়ত কাঁচামালের দাম বাড়ছে। তাই শিল্পের অগ্রগতি অব্যাহত রাখতে রপ্তানিকারকদের এখন উচ্চমূল্যের পোশাক রফতানিতে মনোযোগ দিতে হবে।

এ সময় বাংলাদেশকে নতুনভাবে ব্র্যান্ডিং করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি

BBS cable ad

এফবিসিসিআই এর আরও খবর: