শিরোনাম

South east bank ad

যশোর-চট্টগ্রাম, সৈয়দপুর-চট্টগ্রাম রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল শুরু

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   এয়ারলাইন্স

ইউএস-বাংলা এয়ারলাইন্স আজ থেকে যশোর-চট্টগ্রাম এবং সৈয়দপুর-চট্টগ্রাম রুটে বিমান চলাচল শুরু করেছে।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী নতুন রুটগুলোতে ফ্লাইট চলাচল উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী যশোর বিমানবন্দরে যশোর-চট্টগ্রাম ফ্লাইটের উদ্বোধন করেন এবং তারপরে অন্য ফ্লাইট উদ্বোধনের জন্য সৈয়দপুর যান।

১ অক্টোবর ২০২১ থেকে যশোর-কক্সবাজার রুটে ফ্লাইট যুক্ত করার কথা রয়েছে।

এয়ারলাইন্স যশোরের বিমান ভ্রমণকারীদের চাহিদা পূরণের জন্য প্রাথমিকভাবে যশোর-চট্টগ্রাম রুটে সপ্তাহে রবিবার, মঙ্গল এবং বৃহস্পতিবার তিনটি ফ্লাইট পরিচালনা করবে।

অন্যদিকে, দেশের উত্তরাঞ্চলের একমাত্র বিমানবন্দর সৈয়দপুর থেকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সঙ্গে রবিবার, মঙ্গল ও বৃহস্পতিবার তিনটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমার জন্মশতবার্ষিকী উপলক্ষে এই বেসরকারী এয়ারলাইন্সটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল সম্প্রসারণ করেছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে মোট ১৪টি বিমান রয়েছে, যার মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, সাতটি নতুন এটিআর ৭২-৬০০ এবং তিনটি ড্যাশ ৮-কিউ৪০০।

BBS cable ad

এয়ারলাইন্স এর আরও খবর: