শিরোনাম

South east bank ad

বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনাতাসনিমের সাক্ষাৎ

 প্রকাশ: ২৩ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

বিজিএমইএ অফিসে গতকাল ২২ জুন ২০২১ইং তারিখে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনাতাসনিম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সহসভাপতি মিরান আলী।
যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্যের জন্য রফতানির সুযোগ সৃষ্টি এবং যুক্তরাজ্য থেকে আরও বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার উপায়সহ বাণিজ্য-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রেক্ষাপটে নতুন চ্যালেঞ্জগুলো, সম্ভাব্য শুল্ক পরিবর্তন এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ-পরবর্তী পর্যায়ে বাংলাদেশ কীভাবে যুক্তরাজ্যের বাজার ধরে রাখতে পারে, সে বিষয়েও মতবিনিময় করেন তারা।
এ সময় বিজিএমইএ সভাপতি বলেন, কভিড-১৯ সংকট চলাকালে কিছু ব্রিটিশ ব্র্যান্ড বাংলাদেশ থেকে পোশাক আমদানি করলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট বাংলাদেশী রফতানিকারকদের অনুকূলে রফতানি বিল পরিশোধ করেনি।
উল্লিখিত ব্র্যান্ডগুলো যেন অনতিবিলম্বে রফতানি বিল পরিশোধ করে, সে বিষয়ে সহযোগিতার জন্য তিনি বাংলাদেশ হাইকমিশনারকে অনুরোধ জানান।

BBS cable ad

গার্মেন্টস/টেক্সটাইল এর আরও খবর: