শিরোনাম

South east bank ad

গৌরীপুরে প্যারাসিটামল গ্রুপের ওষুধের সংকট

 প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জনদুর্ভোগ

মশিউর রহমান কাউসার (গৌরীপুর,ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কভিড-১৯ পরিস্থিতিতে সর্বত্র প্যারাসিটামল গ্রুপের ওষুধের সংকট তৈরি হয়েছে। রোববার উপজেলার পৌর শহরের কয়েকটি ওষুধের দোকানে খোঁজ নিয়ে দেখা গেছে, প্যারাসিটামল জাতীয় ওষুধের সংকট রয়েছে। এক্ষেত্রে বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের ট্যাবলেট নাপা, নাপা-৫০০, নাপা এক্সট্রা, নাপা এক্সটেন্ড, নাপা র‌্যাপিড, নাপা সিরাপ, নাপা ড্রপ, গ্যাসের ট্যাবলেট রেমো-২০, ৪০, উচ্চরক্তচাপের ওষুধ বাইজুরান ২০, ৪০, স্কয়ারের এইচ, এইচ প্লাস, এইচ সিরাপ ইত্যাদি ওষুধের চাহিদা দিলেও কোম্পানি দিচ্ছে না। বর্তমানে ঋতু পরিবর্তনে সাধারণ সর্দি, জ্বর এবং করোনাকালীন ওষুধগুলো মানুষের জন্য জরুরি প্রয়োজনীয়। কিন্তু এ জাতীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। ওষুধ কিনতে আসা কালীখলাস্থ ব্যবসায়ী শংকর ঘোষ পিলু জানান, কয়েকটি দোকান ঘুরেও নাপা ট্যাবলেট ও সিরাপ কিনতে পারেননি।
এ রকম অভিযোগ জানিয়ে আরেকজন ওষুধ ক্রেতা শুভ জানান, বর্তমান সময়ে এ ধরনের ওষুধের সংকট সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে। তিনি কয়েকটি দোকান ঘুরেও বাচ্চার জন্য নাপা ড্রপ কিনতে পারেননি। সোমা ফার্মেসী, রতন ফার্মেসী, সীমা মেডিকেল হল, বীণা মেডিকেল হল, সেবা ফার্মেসী, বিরদা মেডিকেল হল, জনতা ফার্মেসী, বিসমিল্লাহ মেডিকেল হল, তাকওয়া ফার্মেসী, ফাহিম মেডিকেল হল, সোনালী মেডিকেল হল, মেসার্স হযরত শাহজালাল ফার্মেসীসহ কয়েকটি দোকানে গিয়ে জানা গেছে ওষুধ সরবরাহের জন্য চাহিদা নিলেও কোম্পানিগুলো ওষুধ সরবরাহ করছে না। সেবা ফার্মেসীর স্বত্বাধিকারী হারুন-অর-রশিদ জানান, আমরা বেক্সিমকো ফার্মসিউটিক্যালস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এনালজেসিক গ্রুপের কোনো ওষুধ চাহিদার তুলনায় কম পাওয়ায় বিক্রয় করতে পারছি না। বারবার ওষুধের চাহিদা নেওয়ার পরও কোম্পানিগুলো ঔষধ সরবরাহ করছে না। বিসমিল্লাহ মেডিকেল হলের স্বত্বাধিকারী মোশাররফ হোসেন বলেন, এই গ্রুপের ওষুধ বেশি চলে কিন্তু সংকট থাকায় মানুষের সমস্যা তৈরি হচ্ছে। জনতা ফার্মেসির মালিক মো. আবু বক্কর সিদ্দিক বলেন, বর্তমান সময়টাতে জ্বরসর্দি বেশি হচ্ছে। এজন্য নাপা ও এইচ জাতীয় ওষুধের সরবরাহ কম থাকায় ক্রেতাদের ফেরত যেতে হচ্ছে। #

BBS cable ad

জনদুর্ভোগ এর আরও খবর: