শিরোনাম

South east bank ad

প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য কোনো প্রকার ফি লাগবে নাঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 প্রকাশ: ১১ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জনশক্তি রপ্তানী

প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য কোনো প্রকার ফি লাগবে নাঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ বাড়াতে ফি লাগবে নাঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য কোনো প্রকার ফি লাগবে না।

গতকাল বুধবার (১০ মার্চ) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

সৌদি আরবে তিনদিনের সফর শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বুধবার সকালে ঢাকায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ একটি বৈঠক হয়েছে। বৈঠকে আমরা প্রস্তাব দিয়েছি প্রবাসীদের পাসপোর্টের এক বছর মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কোনো প্রকার ফি না নিতে। এ প্রস্তাব গৃহীত হয়েছে। এ বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবো। ’

তিনি বলেন, ‘সৌদিতে এক বছর পাসপোর্টের মেয়াদ বাড়াতে ২৫ রিয়াল ফি নেওয়া হয়। এই ফি লাগবে না। তবে পূর্ণাঙ্গ মেয়াদ বাড়াতে ফি দিতে হবে। সৌদি আরবে টিকা নেওয়ার জন্য তাওয়াক্কাল অ্যাপে আবেদন করতে হয়। আমাদের প্রবাসীদের, যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে, তারা টিকা নিতে পারছিলেন না। এক বছর মেয়াদ বাড়ালে তারা সেটা নিতে পারবেন। বিষয়টি নিয়ে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলাপ হয়েছে।’

এক প্রশ্নের উত্তরে শাহরিয়ার আলম বলেন, ‘সৌদির বড় বিনিয়োগ আনতে হলে আমাদের সক্ষমতাও বাড়াতে হবে।’

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সৌদি সীমান্তে মাইন অপসারণে সহায়তা লাগলে আমরা সেটা দেবো। কুয়েত যুদ্ধের পর গত তিন যুগ ধরে আমরা ওই অঞ্চলে এ সহায়তা দিয়ে আসছি।’

BBS cable ad

জনশক্তি রপ্তানী এর আরও খবর: