শিরোনাম

South east bank ad

সুবর্ণা মুস্তাফার জন্মদিন

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জন্মদিন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

‘বয়স কেবল একটি সংখ্যা মাত্র’- উক্তিটি বরেণ্য অভিনেত্রী, নির্মাতা, আবৃত্তিকার, উপস্থাপক ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফার জন্য পুরোপুরি উপযুক্ত। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সুবর্ণা মুস্তাফা একষট্টি পেরিয়ে বাষট্টি বছরে পা দিয়েছেন। কিন্তু বয়স তাকে একটুও ছুঁতে পারেনি। বয়সের সঙ্গে সঙ্গে তার তারুণ্য যেন বেড়েই চলেছে! এখনো তিনি সতেজ ও প্রাণবন্ত। কাজ করে চলেছেন ক্লান্তিহীন।

সুবর্ণা মুস্তাফা বর্তমানে কানাডা সফরে রয়েছেন। ফলে এবারের জন্মদিন সেখানেই উদযাপন করতে হচ্ছে তাকে। সফর শেষে ৭ ডিসেম্বর সুবর্ণা মুস্তাফার দেশে ফেরার কথা রয়েছে।

কানাডা থেকে নন্দিত এই অভিনেত্রী বলেন, ‘কানাডার টরেন্টোতে আছি। এখানেই জন্মদিনের সময়টা কেটে যাবে। পরিবারকে খুব মিস করবো। ঢাকায় থাকলে সময়টা আরও ভালো কাটতো, হয়তো আরও বেশি উপভোগ্য হয়ে উঠতো। তারপরও সবার কাছে দোয়া চাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। ’

সুবর্ণা মুস্তাফা ১৯৫৯ সালের ২ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি প্রখ্যাত অভিনেতা গোলাম মুস্তাফার মেয়ে। শৈশব থেকেই বাবার অনুপ্রেরণায় সংস্কৃতির প্রতি তার আগ্রহ তৈরি হয়। নিজেকে জড়িয়ে নেন মডেলিং আর অভিনয়ের সঙ্গে।

মঞ্চ দিয়ে ক্যারিয়ার শুরু করা সুবর্ণা টিভিতে অভিষিক্ত হন আশির দশকে। ১৯৯০ সালে বিটিভিতে প্রচার হওয়া হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে বরকত উল্লাহর পরিচালনায় ‘কোথাও কেউ নেই’ নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক প্রশংসিত হন। এছাড়া ‘আজ রবিবার’ নাটকে মুনা চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন গুণী এই অভিনেত্রী।

১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় সুবর্ণার অভিষেক ঘটে। তার প্রথম বাণিজ্যিক সিনেমা কাজী জহির পরিচালিত ‘নতুন বউ’। এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। সিনেমায় লাকী আখন্দের গাওয়া ‘চলো না ঘুরে আসি অজানাতে’ গানটি এখনো দর্শকের মুখে মুখে ফেরে।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে- ‘লাল সবুজের পালা’, ‘নয়নের আলো’, ‘সুরুজ মিঞ্চা’, ‘শঙ্খনীল কারাগার’, ‘রাক্ষস’, ‘কমাণ্ডার’, ‘অপহরণ’, ‘স্ত্রী’, ‘দূরত্ব’ ইত্যাদি।

সুবর্ণা মুস্তাফা সর্বশেষ বদরুল আনাম সৌদের নির্দেশনায় বিটিভিতে প্রচারিত ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ধারাবাহিকে অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ সিনেমা ফাখরুল আরেফিন পরিচালিত ‘গণ্ডি’।

BBS cable ad

জন্মদিন এর আরও খবর: