শিরোনাম

South east bank ad

১১৯তম জন্মদিন উদযাপন করলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   জন্মদিন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নিজের ১১৯তম জন্মদিন উদযাপন করেছেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি জাপানি নাগরিক কেন তানাকা। গত (০২ জানুয়ারি) রোববার দেশটির একটি নার্সিং হোমে জন্মদিন পালন করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ-পশ্চিম জাপানের ফুকুওকা প্রিফেকচারে নার্সিংহোমে থাকেন কেন তানাকা। ফিজি ড্রিংকস ও চকলেট বেশি পছন্দ করেন তিনি। ২০১৯ সালের মার্চে গিনেস বুক অব রেকর্ডস তানাকাকে বিশ্বের প্রবীণতম ব্যক্তির স্বীকৃতি দেয়। ২০২০ সালের সেপ্টেম্বরে ১১৭ বছর ২৬১ দিনে পৌঁছে সর্বকালের সবচেয়ে বেশি বয়সী মানুষের রেকর্ড অর্জন করেন।

ওই নারীর জন্ম ১৯০৩ সালে। তার জীবদ্দশায় জাপানে পাঁচটি সাম্রাজ্যের রাজত্ব দেখেছেন। সংবাদমাধ্যম কিয়োডো জানিয়েছে, এখন ১২০তম জন্মদিনে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি।

সবচেয়ে বেশি গড় আয়ুর দেশগুলোর একটি জাপান। সেখানে নারীর গড় আয়ু ৮৭ দশমিক ৭৪ বছর। আর পুরুষের ৮১ দশমিক ৬৪ বছর।

BBS cable ad

জন্মদিন এর আরও খবর: