শিরোনাম

South east bank ad

ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম 'ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১' এ ভূষিত

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ঢাকা জেলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শহীদুল ইসলাম 'ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১' এ ভূষিত হয়েছেন। জাতীয় পর্যায় কারিগরি-ব্যক্তিগত-(সরকারি) তে "কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম (সুরক্ষা)" উদ্যোগের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।

এই উদ্যোগের দলনেতা ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয়, সমন্বয়ক এন এম জিয়াউল আলম, পিএএ, সিনিয়র সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এবং তত্ত্বাবধায়ক মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রশাসক, ঢাকা।

এ উদ্যোগের অবদান হিসেবে সুরক্ষা সিস্টেম ব্যবহার করে করোনা মহামারির সময়ে ৭ কোটি৩৫ লক্ষ নাগরিক ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছে যার মধ্যে প্রায় ৬ কোটি নাগরিক ভ্যাকসিন গ্রহণ করানো, কোভিড-১৯ টিকাদানের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করণ, শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পেরেছেন। গার্মেন্টসসহ অন্যান্য উৎপাদনশীল সেক্টরে স্বাভাবিক অবস্থা ফিরে আসে, টিকে যায় দেশে অর্থনীতি, অভিবাসী শ্রমিকেরা বিদেশে কাজে যোগাযোগ দিতে পেরেছে ও বাল্যবিবাহ ও লিঙ্গ বৈষম্য কমাতে ব্যাপক ভূমিকা রেখেছে।

এই মহতি উদ্যোগের সাথে জড়িত সবাইকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: