South east bank ad

নারীর প্রতি সহিংসতায় আপস নয়: রাঙামাটির ডিসি

 প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

নারীর প্রতি সহিংসতায় আপস নয়: রাঙামাটির ডিসি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মো. মিজানুর রহমান বলেছেন, নারীদের প্রতি সম্মান রাখতে হবে। নারীর প্রতি সহিংসতা হলে কোনো আপস করা হবে না। নারীদের চলাচলের স্থান নিরাপদ করতে সবািকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে ও ‘ইপসা সুখী জীবন’ প্রকল্পের সহযোগিতায় নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ডিসি বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধে নারীদের ভূমিকা অনস্বীকার্য। অনেক নারী সরাসরি যুদ্ধে অংশ নিয়েছেন। আবার কেউ কেউ মায়া ত্যাগ করে নিজের সন্তানকে যুদ্ধে পঠিয়েছেন। তাদের এ অমূল্য অবদান জাতি সবসময় স্বরণ করবে।

তিনি আরো বলেন, নারীদের কারণেই দেশের গার্মেন্টস সেক্টর বিশ্বে দ্বিতীয়। সমাজকে এগিয়ে নিতে নারী-পুরুষকে একসঙ্গে কাজ করতে হবে। উদীয়মান অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে তুলতে পুরুষের পাশাপাশি নারীদেরও সমান দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাই মিলে গড়ে তুলতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রাণী রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদা বেগম, সংরক্ষিত আসনের সাবেক এমপি ফিরোজা বেগম চিনু, ‘ইপসা সুখী জীবন’ প্রকল্পের ফোকাল পার্সন মো. এনামুল হক প্রমুখ।

এর আগে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে সভায় মিলিত হয়।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: