শিরোনাম

South east bank ad

১০ হাজার ৬৪৫ কোটি টাকার তরঙ্গ কিনলো ৪ অপারেটর

 প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

১০ হাজার ৬৪৫ কোটি টাকার তরঙ্গ কিনলো ৪ অপারেটর

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ফাইভজিসহ সেবার মান উন্নয়নে প্রথম রাউন্ডে ১০ হাজার ৬৪৫ কোটি টাকার তরঙ্গ কিনেছে ৪ মোবাইল অপারেটর।

বিটিআরসির আয়োজনে বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই নিলামে টেলিটক, গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক এতে অংশ নেয়।

প্রথম রাউন্ডে টেলিটক ২৩শ’ ব্যান্ডে ১ হাজার ৬৮০ কোটি টাকায় তিনটি ব্লকে ৩০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে।

রবি ২৬শ ব্যান্ডে ৬টি ব্লকে ৩ হাজার ৩৬০ কোটি টাকায় কিনেছে ৬০ মেগাহার্টজ তরঙ্গ।

গ্রামীণফোন ২৬শ ব্যান্ডে ৬টি ব্লকে ৩ হাজার ৩৬০ কোটি টাকায় কিনেছে ৬০ মেগাহার্টজ তরঙ্গ।

বাংলালিংক ২৩শ ব্যান্ডে ৪টি ব্লকে ৪০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে ২ হাজার ২৪১ কোটি টাকায়।

দুই ব্যান্ডে মোট ১৯০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে চার অপারেটর।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

দেশের সব মোবাইল অপারেটরের অংশগ্রহণে ২.৩ গিগাহার্জ এবং ২.৬ গিগাহার্জ ব্যান্ডের তরঙ্গের নিলাম অনুষ্ঠিত হচ্ছে।

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: