শিরোনাম

South east bank ad

দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযোগে পদক্ষেপ গ্রহণ

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   দুদক

স্টাফ রির্পোটার

সুমন চন্দ্র কর্মকার, শাখা ব্যবস্থাপক, শেরপুর নালিতাবাড়ী শাখা, অগ্রণী ব্যাংক লিমিটেড ও অন্যান্যদের বিরুদ্ধে ভুয়া জাতীয় পরিচয়পত্র সৃজন করে কৃষকদের নামে ব্যাংক থেকে ঋণের অর্থ উত্তোলনপূর্বক আত্মসাত ও প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইল-হতে একটি অভিযান পরিচালিত হয়েছে।

দুদক টিম অগ্রণী ব্যাংকের নলিতাবাড়ি শাখা পরিদর্শন করে এবং অভিযোগের বিষয়ে শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে ও অভিযোগ সম্পর্কে তাদের প্রদানকৃত বক্তব্য রেকর্ড করে।

টিম ভুয়া ঋণ প্রদানের কাগজপত্র পরীক্ষা করেছে এবং যাদের নামে ভুয়া ঋণ প্রদান করেছে তাদের বক্তব্য শুনেছে। এ অভিযানে প্রাপ্ত সকল তথ্য-প্রমাণ যাচাইপূর্বক প্রযোজনীয় সুপারিশসহ কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।

BBS cable ad

দুদক এর আরও খবর: