শিরোনাম

South east bank ad

দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা সন্দেহ হলে যা করবেন

 প্রকাশ: ১২ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে কেউ প্রতারণার আশ্রয় নিচ্ছে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে কমিশনের হটলাইন ১০৬ অথবা ০১৭১১৬৪৪৬৭৫, ০১৭১১৫৭৩৮৭৪ মোবাইল নম্বরে ফোন করে জানানোর অনুরোধ করা হয়েছে।

গত সোমবার দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে আটকের পর বুধবার দুদকের জনসংযোগ শাখা থেকে দেশের সর্বস্তরের মানুষের প্রতি এ অনুরোধ জানানো হয়।

দুদক সূত্র জানায়, এর আগেও সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্যরা দুদক চেয়ারম্যান, কমিশনার, মহাপরিচালক, পরিচালক ও অন্যান্য পদের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার নানা ফাঁদ পেতেছিলেন। দুদকের গোয়েন্দা ইউনিট গোপনভাবে পাওয়া খবরের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময়ে ওইসব প্রতারককে আটক করে আইনের কাছে সোপর্দ করেছে।

BBS cable ad

দুদক এর আরও খবর: