শিরোনাম

South east bank ad

দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   দুদক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সাব-রেজিস্ট্রির অফিস সহকারীর ড্রয়ারে মিললো ৩ লাখ টাকা দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী জান্নাতুল আক্তারের (৪৯) ড্রয়ার হতে ৩ লাখ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।

গতকাল বুধবার (২৬ জানুয়ারি) দুদক তসমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পারের নেতৃত্বে জমির দলিলের নকল প্রদানে ঘুস দাবির অভিযোগে ওই অফিসে অভিযান চালায় দুদক টিম।

দুদকের জনসংযোগ দপ্তর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

দুদক জানায়, তাৎক্ষণিকভাবে তিনি (জান্নাতুল আক্তার) টাকার উৎস সম্পর্কে গ্রহণযোগ্য ব্যাখ্যা ও রেকর্ডপত্র দিতে অসমর্থ হন। দুদক টিম জানতে পারে বুধবার সাব-রেজিস্ট্রার অফিসে মোট ২৮৩টি দলিল রেজিস্ট্রেশনের জন্য জমা পড়ে।

দুদক জানায়, বর্তমানে সাব-রেজিস্ট্রি অফিসে নগদে কোনো ধরনের ফি/টাকা নেওয়ার বিধান নেই। দলিল রেজিস্ট্রেশনের ফি পে-আর্ডারের মাধ্যমে গ্রহণ করা হয়ে থাকে। প্রাথমিকভাবে উদ্ধারকৃত অব্যাখ্যায়িত টাকা ঘুষের অর্থ বলে দুদক টিমের নিকট প্রতীয়মান হয়।

আরও জানা গেছে, দৌলতপুরের সাব-রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সুব্রত কুমার সিংহ; যার মূল পোস্টিং কুষ্টিয়া সদরের সাব-রেজিস্ট্রার অফিসে। অর্থ উদ্ধারের ব্যাপারে দুদক টিম মামলা দায়েরর সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দাখিল করবে।

মামলা দায়েরের প্রক্রিয়া চলমান থাকায় অভিযুক্ত জান্নাতুল আক্তারকে দৌলতপুর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

BBS cable ad

দুদক এর আরও খবর: