South east bank ad

নায়ার ইসলাম ইনার হুইল বাংলাদেশের এনআর নির্বাচিত

 প্রকাশ: ০২ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   নারী উদ্যোক্তা

নারীদের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ১৯২৪ সালে ইনার হুইল প্রতিষ্ঠিত হয়। সামাজিক সেবামূলক সংগঠন হিসেবে এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের প্রতিনিধিত্বকারীর মর্যাদা লাভ করে। ১০৪টি দেশের ১ লাখ ৮ হাজারের বেশি এর সদস্য। এর মধ্যে ইনার হুইল বাংলাদেশের দুটি জেলার সদস্য সংখ্যা প্রায় চার হাজার।
আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইল বাংলাদেশের ন্যাশনাল রিপ্রেজেনটেটিভ (এনআর) নির্বাচিত হয়েছেন নায়ার ইসলাম। ২০২১-২২ সময়ের জন্য এ পদে নির্বাচিত হয়েছেন তিনি। ১ জুলাই থেকে এ দায়িত্ব পালন করছেন তিনি।

জেলা ৩২৮ ও ৩৪৫ নিয়ে ইনার হুইল বাংলাদেশ গঠিত। এটির সর্বোচ্চ সম্মানীয় পদ এনআর। এর আগে নায়ার ইসলাম জেলা ইনার হুইল ৩২৮-এর চেয়ারম্যান ছিলেন। ১৭ বছর ধরে তিনি ইনার হুইল বাংলাদেশের বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেছেন।

BBS cable ad

নারী উদ্যোক্তা এর আরও খবর: