শিরোনাম

South east bank ad

বিএসআরএম ও ইডটকো শ্রমিক কল্যাণ তহবিলে ৫ কোটি ১১ লাখ টাকা লভ্যাংশ দিয়েছে

 প্রকাশ: ২৯ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   নির্মাণ সামগ্রী

গতকাল সোমবার ২৮ জুন ২০২১ইং তারিখ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের কাছে স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) তপন সেনগুপ্ত এবং ইডটকোর বাংলাদেশ চ্যাপ্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিকি স্টেইন নিজ নিজ কোম্পানির পক্ষে মোট ৫ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৭২১ টাকার চেক দেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকা লভ্যাংশ দিয়েছে স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) এবং শীর্ষস্থানীয় মোবাইল অবকাঠামো নির্মাণ কোম্পানি ইডটকো বাংলাদেশ।

বিএসআরএম তাদের ২০১৯-২০ অর্থবছরের লভ্যাংশের ৩ কোটি ৫ লাখ ৯৬ হাজার ১৭৪ টাকা এবং ইডটকো ২ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৫৪৭ টাকার চেক দিয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব কেএম আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক জেবুন্নেছা করিম, ইডটকোর পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স) ইসরাত জাহান, পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সাব্বির আহমেদ ও বিএসআরএমের ম্যানেজার (আইআর) মো. ইসমাইল।

BBS cable ad

নির্মাণ সামগ্রী এর আরও খবর: