শিরোনাম

South east bank ad

স্ট্যান্ডার্ড সিরামিকের ব্যবসা বেড়েছে ১৩ শতাংশ

 প্রকাশ: ১৩ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   নির্মাণ সামগ্রী

চলতি হিসাব বছরের নয় মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্যবসা করেছে ২৪ কোটি ৮০ লাখ ৮৬ হাজার টাকার, যা আগের বছর একই সময় হয়েছিল ২১ কোটি ৮৬ লাখ ১ হাজার টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ২ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার টাকা বা ১৩ দশমিক ৪৮ শতাংশ। অন্যদিকে আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী লোকসান হয়েছে ৪১ লাখ ২৬ হাজার টাকা, যা আগের বছর একই হয়েছিল ২ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে নয় মাসে কোম্পানিটির লোকসান কমেছে ২ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা বা ৮৩ দশমিক ৯৩ শতাংশ। নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৪ পয়সা, যা আগের বছর একই সময় লোকসান হয়েছিল ৩ টাকা ৯৭ পয়সা।

চলতি ২০২০-২১ হিসাব বছরের নয় মাসের (জুলাই-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ব্যবসা ১৩ শতাংশের বেশি বেড়েছে। অন্যদিকে আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী লোকসান আগের বছর একই সময়ের তুলনায় কমেছে ৮৪ শতাংশ। গতকাল চলতি হিসাব বছরের নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ।

অন্যদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটি ব্যবসা করেছে ৯ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকার, যা আগের বছর একই সময় হয়েছিল ৮ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ৬৩ লাখ ৯৬ হাজার টাকা বা ৭ দশমিক ২১ শতাংশ। অন্যদিকে আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৫ লাখ ৮৭ হাজার টাকা, যা আগের বছর একই সময় হয়েছিল ৪০ লাখ ৬৮ হাজার টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৫ লাখ ১৯ হাজার টাকা বা ৩৭ দশমিক ৩৪ শতাংশ। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা, যা আগের বছর একই সময় হয়েছিল ৬৩ পয়সা। ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৮৫ পয়সা।

BBS cable ad

নির্মাণ সামগ্রী এর আরও খবর: