South east bank ad

আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’

 প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   নৌবাহিনী

আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ভারতের বিশাখাপত্তনম-এ অনুষ্ঠিতব আন্তর্জাতিক নৌ মহড়া ঊঢ EX MILAN-2022-এ অংশগ্রহণ শেষে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’ আজ রবিবার (৬ মার্চ) চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছেছে। জাহাজটি চট্টগ্রাম নৌ জেটিতে এসে পৌঁছালে নৌবাহিনীর প্রচলিত রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য যন্ত্র পরিবেশনের মাধ্যমে স্বাগত জানায়। এ সময় স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং নাবিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জাহাজটি গত ২৫ ফেব্রুয়ারি হতে ৪মার্চ পর্যন্ত ভারতের বিশাখাপত্তনম-এ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌ মহড়া EX MILAN-2022-এ অংশগ্রহণ করে।

জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভূুঞা এর নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৮৪ জন নৌসদস্য এই মহড়ায় অংশগ্রহণ করে। আন্তর্জাতিক এ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ৪৬ টি দেশের নৌবাহিনী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্র পথে জলদস্যূতা, মাদক ও চোরাচালান, মানব পাচার, অবৈধ মৎস আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডরোধ এ মহড়ার মূল লক্ষ্য।

উক্ত মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের মধ্যে পারস্পারিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অরো জোরদার হবে বলে আশা করা যায়। এর আগে জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে সফরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে।

BBS cable ad

নৌবাহিনী এর আরও খবর: