শিরোনাম

South east bank ad

আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় অংশ নিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যাশার চট্টগ্রাম ত্যাগ

 প্রকাশ: ০৫ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   নৌবাহিনী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আগামী ২১ হতে ২৩ মার্চ পর্যন্ত কাতারে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সমুদ্র মহড়া ‘7th Doha International Maritime Exhibition and Conference (DIMDEX-2022)’ এবং ২৮ হতে ৩০ মার্চ ২০২২ ভারতে ‘IONS Maritime Exercise-2022 (IMEX-2022)’ এ অংশ নিতে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘প্রত্যাশা ’ আজ শনিবার (৫ মার্চ) চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে।

জাহাজটি নৌ জেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশন করে।

এ সময় নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (Admiral M Shaheen Iqbal, NBP, NUP, ndc, afwc, psc) প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী জাহাজের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাগণ, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক এ সমুদ্র মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।

বানৌজা প্রত্যাশা জাহাজের অধিনায়ক কমান্ডার মোহাম্মদ গোলাম কিবরিয়া এর নেতৃত্বে ২৫ জন কর্মকর্তাসহ মোট ১৩৫ জন নৌসদস্য এ মহড়ায় অংশগ্রহণ করবেন। দেশে ফেরার পথে জাহাজটি ভারতের গোয়ায় ‘IONS Maritime Exercise-2022 (IMEX-2022)’ এ অংশগ্রহণ করবে। উক্ত মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের সাথে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, মহড়ায় অংশগ্রহণ শেষে জাহাজটি আগামী ৭ এপ্রিল ২০২২ তারিখে দেশে প্রত্যাবর্তন করবে।

BBS cable ad

নৌবাহিনী এর আরও খবর: