শিরোনাম

South east bank ad

ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করছে নৌবাহিনী

 প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   নৌবাহিনী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর ২০২১ পর্যন্ত মা ইলিশ আহরণ, পরিবহণ, বিপণন ও মজুদ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। "ইন এইড টু সিভিল পাওয়ার' এর আওতায় উক্ত অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর ৭টি জাহাজ সমুদ্র ও উপকূলীয় এলাকা এবং দেশের অভ্যন্তরীন নদ-নদীতে "মা ইলিশ রক্ষা অভিযান- ২০২১' পরিচালনা করছে। অভিযানের অংশ হিসেবে সেন্টমার্টি›স, কক্সবাজার ও কুতুবদিয়া এলাকায় বানৌজা মধুমতি, বরিশাল এলাকায় বানৌজা বরকত, পিরোজপুর এলাকায় বানৌজা তিস্তা, চাঁদপুর এলাকায় বানৌজা অতন্দ্র ও খুলনা এলাকায় বানৌজা গোমতি বিশেষ টহল প্রদান করছে। অন্যদিকে বাগেরহাট এলাকায় বানৌজা তুরাগ, পটুয়াখালী এলাকায় এলসিভিপি-০১২ এবং নৌবাহিনীর এন্টি স¥াগলিং সেলের সদস্যরা চট্টগ্রাম এর বর্হিনোঙ্গর এলাকায় অভিযান পরিচালনা করছে।

অভিযান পরিচালনাকালে নৌসদস্যরা প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ সংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও গণসচেতনতা সৃষ্টিতে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে। বাংলাদেশ নৌবাহিনী জাহাজসমূহের পরিচালিত এ বিশেষ অভিযান আগামী ২৫ অক্টোবর ২০২১ পর্যন্ত চলবে।

BBS cable ad

নৌবাহিনী এর আরও খবর: