শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

 প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

ময়মনসিংহে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ময়মনসিংহে বিশ্বজিৎ কুন্ডু হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন নগরীর পুরোহিতপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সুমন ওরফে পেটকাটা সুমন, ব্রাহ্মপল্লী এলাকার আব্দুল জব্বারের ছেলে কামরুল হাসান, শেওড়া ডিবি রোড এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে সারোয়ার হোসেন ওরফে শাওন।

সোমবার (২৫ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এই রায় ঘোষণা করেন।

জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মুজিবুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ের সময় মামলার এক নম্বর আসামি সুমন পলাতক থাকলেও অপর দুই আসামি উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২ জুন ভোরে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্বজিৎ কুন্ডু মারা যান। পরে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে ৩ জনের নামে মামলার চার্জশিট দেয় পুলিশ। আদালত দীর্ঘ শুনানি শেষে এই রায় প্রদান করেন।

বিশ্বজিৎ কুন্ডু নগরীর বিদ্যাময়ী স্কুলের বিপরীত পাশে বসবাস করতেন। তিনি পেশায় পরিবহন শ্রমিক ছিলেন। মামলায় রাষ্টপক্ষের এপিপি ছিলেন রেজাউল করিম দুলাল।

BBS cable ad

আইন আদালত এর আরও খবর: