South east bank ad

বিজিবি'র বিশেষ অভিযানে ১,০০,০০০ বার্মিজ ইয়াবাসহ ১ মাদক কারবারী আটক

 প্রকাশ: ০৯ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিজিবি

বিজিবি'র বিশেষ অভিযানে ১,০০,০০০ বার্মিজ ইয়াবাসহ ১ মাদক কারবারী আটক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৩ কোটি টাকা মূল্যমানের ১,০০,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ১ জন মাদক কারবারী আটক

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৮ মে ২০২২ তারিখ আনুমানিক রাত ০২০০ টার সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজুপাড়া বিওপি'র চৌকস আভিযানিক টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল বিওপি হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ দক্ষিণ-পশ্চিম দিকে এবং সীমান্ত পিলার বিপি-৪১ হতে আনুমানিক ৫ কিঃ মিঃ দক্ষিণ-পশ্চিম দিকে কক্সবাজারস্থ উখিয়া উপজেলাধীন ০২নং রত্নাপালং ইউপি’র করইবুনিয়া নামক স্থানে জনৈক নাছির উদ্দিনের খামার বাড়ি তল্লাশি করে মাদক কারবারী নাছির উদ্দিন (৩৯), পিতা-চেহের আলি, গ্রাম-করইবুনিয়া, পোস্ট-চাকবৈঠা, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে ৩,০০,০০,০০০ (তিন কোটি) টাকা মূল্যমানের ১,০০,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।

আটককৃত মাদক কারবারীকে ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। উক্ত মামলায় ০৪ জন পলাতক আসামী রয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ০১ জানুয়ারি ২০২২ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ১০৭,১৮,২৫,৬০০/- (একশত সাত কোটি আঠার লক্ষ পঁচিশ হাজার ছয়শত) টাকা মূল্যমানের ৩৫,৭২,৭৫২ (পয়ত্রিশ লক্ষ বাহাত্তর হাজার সাতশত বায়ান্ন) পিস বার্মিজ ইয়াবা এবং ৭০,১০,০০,০০০/- (সত্তর কোটি দশ লক্ষ) টাকা মূল্যের ১৪ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথসহ আইস সহ সর্বমোট ১৭৭,২৮,২৫,৬০০/- (একশত সাতাত্তর কোটি আটাশ লক্ষ পঁচিশ হাজার ছয়শত) টাকা মূল্যমানের মাদকদ্রব্য এবং ৪১ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।

BBS cable ad