শিরোনাম

South east bank ad

১১টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি

 প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নিস্তার আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে বুধবার ০১ সেপ্টেম্বর ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার জেসিও-৮১৬০ নায়েব সুবেদার মোঃ কাজী আজাদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে একটি টহলদল চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত ঠাকুরপুর সীমান্তের মেইন পিলার ৮৯ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর কবরস্থানের আম বাগানের মধ্যে স্বর্ণ চোরাচালান হচ্ছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টহলদল সেখানে ওৎ পেতে থাকে। সময় আনুমানিক ০৭ টা ১৫ মিনিটের সময় ০১জন লোক বাইসাইকেল চালিয়ে বাংলাদেশ হতে ভারতের দিকে যাওয়ার সময় টহলদল উক্ত ব্যক্তিটিকে ধাওয়া করলে লোকটি তার সাইকেল ও কোমরে বাঁধা কাপড় ফেলে পালিয়ে যায়। টহলদল কাপড়ের ব্যাগটি জব্দ করে উপস্থিত লোকদের সামনে ব্যাগটি খুলে ০৩ কেজি ৭৪০ গ্রাম (৩২০.৬৪ ভরি) ওজনের উন্নত মানের ১১ টি বিভিন্ন সাইজের স্বর্ণের বার এবং ০১টি বাই সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৩৫,৬৬,৫৮৯/- (দুই কোটি পয়ত্রিশ লক্ষ ছেষট্টি হাজার পাঁচশত ঊননব্বই) টাকা।

উদ্ধারকৃত স্বর্ণ দর্শনা থানায় হস্তান্তর করে আবুল কালাম আজাদ বাদী হয়ে পলাতক আসামী হিসেবে মোঃ মোস্তাফিজুর রহমান (ফিজুর) (২৮), পিতা-মৃত্যু লুৎফর বিশ্বাস, গ্রাম-ঠাকুরপুর হঠাৎপাড়া, পোঃ পিরপুরকুল্লাহ, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা এর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

BBS cable ad