শিরোনাম

South east bank ad

মায়ানমার নাগরিকদের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক কর্তৃক ভাসানচরে স্থানান্তরে সহায়তা

 প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিমান বাহিনী

মায়ানমার নাগরিকদের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক কর্তৃক ভাসানচরে স্থানান্তরে সহায়তা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকার স্বেচ্ছায় গমনেচ্ছুক এফডিএমএন দেরকে কক্সবাজার জেলার কুতুপালং হতে নোয়াখালী জেলার অন্তর্গত ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করে। ইতোমধ্যে গত ৩ ডিসেম্বর ২০২০ তারিখ হতে সর্বমোট ১২ টিধাপে ২৫,৬৩৬ জন এফডিএমএন দের ভাসানচরে স্থানান্তরের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানবাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে।

ইতোমধ্যে ১মগ্রুপ ২৯ মার্চ ২০২২ তারিখে কক্সবাজার থেকে যাত্রা করে চট্টগ্রামস্থ বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুলহক এ রাত্রিযাপন করতঃ ৩০ মার্চ বাংলাদেশ নৌবাহিনীর এলসিটি যোগে ভাসানচর গমন করেছে। ২য় গ্রুপ ৩০ মার্চ কক্সবাজার থেকে যাত্রাকরে একই প্রক্রিয়ায় ৩১ মার্চ ভাসানচর গমন করবে।

নৌবাহিনীর নিকট হস্তান্তরের পূর্বে চট্টগ্রামস্থ বা বি বাঘাঁটি জহুরুল হক এ তাদের রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়। বা বি বাজহুরুল হক ঘাঁটিতে একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা, খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য প্রশাসনিক সুবিধাদি প্রদান করা হয়।

BBS cable ad

বিমান বাহিনী এর আরও খবর: