শিরোনাম

South east bank ad

মোহাম্মদ আলীর জন্ম ও মুজাফফর আহমদের প্রয়াণ

 প্রকাশ: ১৭ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিশেষ সংবাদ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৭ জানুয়ারি ২০২২, সোমবার। ০৩ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা:

১৮৪১- বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ার নাম মাউন্ট এভারেস্ট রাখা হয়েছিল।

১৯৪৬- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন।

১৯৫৩- ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুনীর চৌধুরীর কবর নাটক রচনা শেষ হয়।

১৯৯১- পঞ্চম হ্যারল্ড নরওয়ের রাজা হিসাবে অভিষিক্ত হন।

জন্ম;

১৯০৯- বিশিষ্ট বাংলা সাহিত্য ও লোকসংস্কৃতি গবেষক ও অধ্যাপক আশুতোষ ভট্টাচার্য।

১৯১৩- রাডার যন্ত্রের পুরোধা স্যার এ্যাডওয়ার্ড ফেনিশি।

১৯৩০- বাঙালি অধ্যাপক, সমালোচক ও প্রাবন্ধিক ক্ষেত্র গুপ্ত।

১৯৩৩- প্রিন্স সদরউদ্দিন আগা খান।

১৯৪২- বিশ্ববিখ্যাত মার্কিন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। তার পিতা ক্লে সিনিয়র সাইনবোর্ড এবং বিলবোর্ড রং করতেন এবং মা ওডিসা গ্র্যাডি ক্লে একজন গৃহিণী ছিলেন। একজন মার্কিন পেশাদার মুষ্টিযোদ্ধা ছিলেন তিনি। স্পোর্টস ইলাস্ট্রেটেড তাকে শতাব্দীর সেরা খেলোয়াড় ও বিবিসি তাকে শতাব্দীর সেরা ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে সম্মানিত করেছে। ৩২ বছর পারকিনসন্স রোগে ভোগার পর ২০১৬ সালের ৩ জুন ৭৪ বছর বয়সে মারা যান তিনি।

১৯৪৫- ভারতীয় কবি, গীতিকার এবং স্ক্রিপ্ট রাইটার জাভেদ আখতার।

মৃত্যু:

১৮৯১- ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম গৃহীভক্ত রামচন্দ্র দত্ত।

১৯৩০- ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিল্পী গওহর জান।

১৯৭৮- শিক্ষাবিদ ও জাতীয়তাবাদী তাত্ত্বিক মুজাফফর আহমদ চৌধুরী। নোয়াখালি জেলার বীরাহিমপুর গ্রামে ১৯২২ সালের ২৩ নভেম্বর তার জন্ম। স্বাধীন বাংলাদেশে তিনিই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। পদাধিকার বলে তিনি ছিলেন ডাকসুর প্রথম সভাপতি। শিক্ষা ক্ষেত্রে অনন্য সাধারণ অবদানের জন্য ১৯৭৯ সালে তাকে “শিক্ষায় স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয়।

২০০৩- ভারতীয় বাঙালি সংগীত শিল্পী সমরেশ রায়।

২০১৪- ভারতীয় বাঙালি অভিনেত্রী সুচিত্রা সেন।

BBS cable ad

বিশেষ সংবাদ এর আরও খবর: