শিরোনাম

South east bank ad

দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে ত্রিশালে তিন গুণিজনকে সংবর্ধনা

 প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে ত্রিশালে তিন গুণিজনকে সংবর্ধনা

ত্রিশাল প্রতিনিধি

কেক কাটা, শোভাযাত্রা, আলোচনা সভা ও তিন গুণিজনকে সংবর্ধনাসহ জমকালো আয়োজনে ময়মনসিংহের ত্রিশালে পালিত হয়েছে দৈনিক আমাদের সময়-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার।

দৈনিক আমাদের সময়ের ত্রিশাল প্রতিনিধি এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশিদুল আলম মজিব, সভাপতি রফিকুল ইসলাম শামীম, ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক খবিরুজ্জামান।

এছাড়াও শুভেচ্ছা বিনিময় করেন, সরকারী নজরুল একাডেমী ত্রিশালের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুল ইসলাম বাচ্চু, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল ওয়াহাব তোতা, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজ নোমান, সাধারন সম্পাদক মতিউর রহমান সেলিম, ইত্তেফাক ও মোহনা টিভির প্রতিনিধি ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফরহাদ, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, কবি নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রাশেদুজ্জামান রনি, সাধারন সম্পাদক ফাহাদ বিন সাইদ, কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক বায়জিদ, নিহার সরকার অংকুর, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফখর উদ্দিন, সাংবাদিক রুকুনজ্জামান সরকার রাহাদ (আমাদের অর্থনীতি), ইমরান হাসান বুলবুল (স্বদেশ প্রতিদিন), সাইফুল আলম তুহিন (আজকের পত্রিকা), মেহেদী হাসান রিয়েল (সকালের সময়), হুমায়ুন কবীর (সিএনএন বাংলা), দরিরামপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, ত্রিশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল ফাহাদ (জাগো প্রতিদিন) প্রমূখ।

আলোচনা শেষে ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা হয়। পরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিনগুণিজনকে দেওয়া হয় আমাদের সময় সম্মাননা।

সাংবাদিকতা ও সেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় মোখলেছুর রহমান সবুজ, সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ডা. আব্দুল ওয়াহাব তোতা ও শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ে বিশেষ অবদান রাখায় কামরুল ইসলাম বাচ্চুকে সম্মাননা প্রদান করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: