South east bank ad

আখতারুজ্জামান ইলিয়াসের প্রয়াণ

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) প্রখ্যাত কথাসাহিত্যিক। ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধার গোটিয়া গ্রামে মামাবাড়িতে জন্ম।

আখতারুজ্জামান ইলিয়াসের ডাকনাম মঞ্জু। পৈতৃক বাড়ি বগুড়া জেলায়। ১৯৯৭ সালের ৪ জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। বাস্তবতার নিপুণ চিত্রণ, ইতিহাস ও

রাজনৈতিক জ্ঞান, গভীর অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম কৌতুকবোধ তার রচনাকে দিয়েছে ব্যতিক্রমী সুষমা। আধুনিক বাংলা কথাসাহিত্যে সৈয়দ ওয়ালীউল্লাহর পর তিনিই সর্বাধিক প্রশংসিত বাংলাদেশি লেখক। তাকে সমাজবাস্তবতার অনন্যসাধারণ রূপকার বলা হয়।

তার ছোটগল্প- প্রতিশোধ, অন্য ঘরে অন্য স্বর, খোঁয়ারি, মিলির হাতে স্টেনগান, অপঘাত, জাল স্বপ্ন স্বপ্নের জাল, রেইনকোট প্রভৃতিতে উঠে এসেছে মুক্তিযুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতা। তার লেখা ‘চিলেকোঠার সেপাই’ ও ‘খোয়াবনামা’ বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে পরিগণিত হয়। ১৯৮৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: