শিরোনাম

South east bank ad

আল্লামা ইকবালের প্রয়াণ

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মৃত্যুবার্ষিকী

আল্লামা ইকবালের প্রয়াণ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

স্যার মুহাম্মদ ইকবাল [১৮৭৭-১৯৩৮] কবি, দার্শনিক ও রাজনীতিবিদ। উপমহাদেশে খ্যাত আল্লামা ইকবাল নামে। ১৮৭৭ সালের ৯ নভেম্বর শিয়ালকোটে জন্ম। আধুনিক ফারসি ও উর্দু সাহিত্যে তার কবিতা অন্যতম হিসেবে বিবেচিত। জীবদ্দশাতেই পাকিস্তানের আধ্যাত্মিক জনক হিসেবে

স্বীকৃতি পান ইকবাল। তিনি ধর্মীয় ও ইসলামের রাজনৈতিক দর্শনের জন্যও বিশেষভাবে সমাদৃত হন। ১৯৩৮ সালের ২১ এপ্রিল লাহোরে মৃত্যুবরণ করেন ইকবাল।

ইকবালকে ব্রিটিশ সরকার তার কাব্যগ্রন্থ ‘আসরারে খুদি’র জন্য নাইট উপাধিতে ভূষিত করে। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছেÑ শিকওয়া ও জওয়াবে শিকওয়া, দ্য রিকনস্ট্রাকশন অব রিলিজিয়াস থট ইন ইসলাম, বাআল ই জিবরাইল, জাভেদ নামা প্রভৃতি।

আল্লামা ইকবালের লেখনীতে ইসলামি পুনর্জাগরণের যে আওয়াজ উঠেছিল, তা সমসাময়িক অনেক ব্যক্তি ও আন্দোলনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। তার দর্শনে প্রভাবিত হয়েছিলেন মুহাম্মদ আলী জিন্নাহ। ইকবাল শিয়া চিন্তকদেরও প্রভাবিত করেছিলেন। ইরানের ইসলামি বিপ্লবের চিন্তানায়ক ড. আলি শরিয়তি তার দ্বারা প্রভাবিত ছিলেন।

BBS cable ad

মৃত্যুবার্ষিকী এর আরও খবর: