South east bank ad

রাজশাহী শিক্ষা বোর্ডে ২০০ কেন্দ্রে দেড় লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে

 প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার ৩২টিসহ রাজশাহী শিক্ষাবোর্ডে ২শটি কেন্দ্রে এক লাখ ৫০ হাজার ৭৪৫ জন শিক্ষার্থী ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতাধীন আট জেলার ৭৬১টি কলেজের এক লাখ ৫০ হাজার ৭৪৫ জন শিক্ষার্থী ২শটি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে বগুড়ার ৩২টি কেন্দ্রে ১১৮টি কলেজের ২৭ হাজার ৬৭০ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৭৯ হাজার ৫১৭ জন এবং ছাত্রী ৭১ হাজার ২২৮ জন।

বগুড়ার কেন্দ্রগুলো হচ্ছে, সরকারি এএইচ কলেজ, সরকারি এম.আর মহিলা কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া কলেজ, জাহিদুর রহমান মহিলা কলেজ, পুলিশ লাইন্স স্কুল ও কলেজ, নুনগোলা ডিগ্রি কলেজ, দুপচাঁচিয়া জেকে কলেজ, দুপচাঁচিয়া মহিলা কলেজ, সারিয়াকান্দি কলেজ, সারিয়াকান্দি আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজ, ধুনট সরকারি কলেজ, সৈয়দ আহম্মদ কলেজ, গাবতলি সরকারি কলেজ, মহাস্থান মাহিসাওয়ার কলেজ, শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ, মোকামতলা মহিলা কলেজ, চৌধুরী আদর্শ মহিলা কলেজ, শেরপুর সরকারি কলেজ, শেরপুর টাউন ক্লাব পাবঃ লাইঃ মহিলা কলেজ, মনছুর হোসেন মহিলা ডিগ্রি কলেজ, নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রি কলেজ, কাহালু সরকারি কলেজ, কাহালু আদর্শ মহিলা কলেজ, সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, নাজির আক্তার সরকারি কলেজ, সান্তাহার সরকারি কলেজ, আদমদীঘি রহিম উদ্দিন কলেজ, নসরতপুর কলেজ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ও সরকারি কমর উদ্দিন ইসলামিয়া কলেজ। এছাড়াও রাজশাহী জেলায় ৪০ কেন্দ্রে ১৭৬টি কলেজের ২৯ হাজার ৬৬২ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৫টি কেন্দ্রে ৫৮টি কলেজের ১২ হাজার ৩৬০জন, নাটোর জেলার ২০টি কেন্দ্রে ৯০টি কলেজে ১৩ হাজার ৪৫৯জন, নওগাঁ জেলার ২৬টি কেন্দ্রে ৮৭টি কলেজের ১৪ হাজার ৪০০জন, পাবনা জেলার ২৬টি কেন্দ্রে ২০ হাজার ৬১৬জন, সিরাজগঞ্জ জেলার ২৯টি কেন্দ্রে ২৫ হাজার ৬১৭ জন, জয়পুরহাট জেলার ১২টি কেন্দ্রে ৬ হাজার ৯৬১জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশগ্রহণ করবে।

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ৩৭ হাজার ৯৯১ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৭৪৭ জন এবং ছাত্রী ১৭ হাজার ২৪৪ জন। মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী ৯৫ হাজার ২৬০ জন। এর মধ্যে ছাত্র ৪৬ হাজার ৮১৫ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৪৪৫ জন। ব্যবসায় শিক্ষা শাখায় মোট পরীক্ষার্থী ১৭ হাজার ৩৬৬ জন, এর মধ্যে ছাত্র ১১ হাজার ৮৮৮ জন এবং ছাত্রী ৫ হাজার ৪৭৮ জন।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ বিষয়ে জানান, ইতিমধ্যেই পরীক্ষার সকল প্রস্তুুতি সম্পন্ন হয়েছে। আমরা কেন্দ্রে কেন্দ্রে পরীক্ষার উপকরণ এবং কেন্দ্র সচিবদের সঙ্গে বোর্ড কর্মকর্তাদের মতবিনিময় সভা শেষ করে ফেলেছি। এখন শুধু পরীক্ষার জন্য অপেক্ষার পালা।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জহিরুল হক জানান, কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল/রচনামূূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষা হবে ১ ঘন্টা ৩০ মিনিট।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: