South east bank ad

আজকের দিনে হানাদার মুক্ত হয় গাজীপুর

 প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

১৫ ডিসেম্বর গাজীপুর মুক্ত দিবস। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের এই দিনে বিজয়ের দ্বারপ্রান্তে এসে অকুতভয় বীর মুক্তিযোদ্ধারা সম্মুখযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাস্ত করে গাজীপুরকে মুক্ত ঘোষণা করেন।

মুক্তিযুদ্ধে বিজয়ের আগ মুহূর্তে ১৩ ও ১৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা জয়দেবপুর সেনানিবাসে সম্মিলিতভাবে আক্রমণ চালালে পাকিস্তান বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। এক পর্যায়ে চান্দনা চৌরাস্তায় জড় হওয়া হানাদারদের বিরাট একটি কনভয় ঢাকার দিকে রওনা দেয়।

কনভয়টি ১৫ ডিসেম্বরে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা নামক স্থানে পৌঁছলে এর উপর মিত্র ও মুক্তিবাহিনীর উপর্যুপরি গোলাবর্ষণ অব্যাহত রাখে। এতে হানাদার বাহিনীর বিপুল সংখ্যক ট্যাংক, কামান, মর্টার, যানবাহন ও গোলাবারুদ ধ্বংসের পাশাপাশি হতাহত হয় অসংখ্য পাকিস্তানি সেনা।

মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকার কাছে এটাই ছিল সবচেয়ে বড় যুদ্ধ। এভাবেই ১৫ ডিসেম্বর গাজীপুর পাক হানাদার মুক্ত হয়।

এ উপলক্ষে গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন কমিটি, সাংবাদিক ইউনিয়ন, জনকল্যাণ সমিতি, ভাওয়াল আইডিয়াল একাডেমিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনাসহ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: