শিরোনাম

South east bank ad

ইউএস-বাংলার বিমানে এসি নষ্ট, হাতপাখা চাইলেন এমপি ফারুক

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

ইউএস বাংলা এয়ালাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ঢাকা থেকে রাজশাহীতে আসেন রাজশাহী-০১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তবে বিমানের এসি বিকল হয়ে যাওয়ায় সকাল ১০টার ফ্লাইটে এমপিসহ বিমানের যাত্রীদের প্রচ- গরমে অতিষ্ট হতে হয়েছে।

এনিয়ে বিমান থেকে নেমেই নিজের ফেসবুক পেইজে একটি পোস্টও দিয়েছেন এই সংসদ সদস্য। তাতে লেখেছেন- ‘এইমাত্র রাজশাহী এসে পৌঁছাতে পারলাম, ইউএস বাংলার ফ্লাইটে, প্লেনে প্রচন্ড গরম, কর্তৃপক্ষে যাত্রীদেরকে একটি করে হাত পাখা দিবার জন্য অনুরোধ করলাম লিখিতভাবে !!!! সবাই দোয়া করবেন।’ এছাড়া passenger's feedback খাতায় তিনি লেখেছেন- ‘একটি করে হাত পাখা দিবার অনুরোধ রইলো, প্রচন্ড গরম। ধন্যবাদ।

এ ব্যাপারে এমপি ওমর ফারুক চৌধুরী বলেন, ‘বিমানের দরজা-যানালা সবকিছুই বন্ধ থাকে। সুতরাং বাইরে থেকে বাতাস ঢোকার কোনো সম্ভাবনা নেই। আমি বৃহস্পতিবার সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে রাজশাহীতে এসেছি। কিন্তু বিমানে এসি ছিল না। এতে করে যাত্রীরা প্রচ- গরমে হাসফাঁস করছিলো। বাধ্য হয়ে যাত্রীরা যাতে গরমে একটু কম কষ্ট পায় সেজন্য প্যাসেঞ্জার ফিডব্যাক খাতায় একটি যাত্রীদের একটি করে হাতপাখা দেয়ার অনুরোধ জানিয়েছি।’

ইউএস বাংলা এয়ারলাইন্স সেলস অফিস রাজশাহীর কাউন্টার ইনচার্জ নাজমুল রহমান জানান, ‘১৬১ ফ্লাইট এটি। গত দুইদিন থেকে এসির সমস্যা হয়েছে। আমরা দ্রুত ঠিক করে নেব। এছাড়া আমি (নাজমুল) ব্যক্তিগতভাবে স্যারের (এমপি ওমর ফারুক) সঙ্গে কথা বলবো।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: