শিরোনাম

South east bank ad

কিশোরগঞ্জে ১০ ভাষা সৈনিককে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা না দেয়ায় স্বজনদের আক্ষেপ

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আকিব হোসেন খান, (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জে ১০ ভাষা সৈনিককে মরণোত্তর সংবর্ধনা দিয়েছে ‘আমরা একাত্তরথ নামে একটি সংগঠন।

আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সৈয়দ আশরাফুল ইসলাম মহিলা কলেজ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধিত প্রয়াত ভাষা সৈনিকরা হলেন- মো. আশরাফুদ্দীন আহমদ, মিছির উদ্দীন আহমদ, এ বি মহিউদ্দিন আহম্মদ, গঙ্গেশ সরকার, শামসুল হক গোলাপ মিয়া, হেদায়েত হোসেন, হায়দার আলী, মুহাম্মদ আবু সিদ্দিক, আনিসুল হক ও এড. এম এ মতিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন- সৈয়দ আশরাফুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমদ সাদী, আহমেদুল কবীর মামুন, রবীন্দ্র সরকার, আসাদুজ্জামান জুয়েল প্রমুখ।

বক্তারা কিশোরগঞ্জে ভাষা আন্দোলনের পটভূমিসহ ভাষা সৈনিকদের ওপর নানা অত্যাচার-নির্যাতনের কথা তুলে ধরেন। পরে সংগঠনের পক্ষ থেকে ভাষা সৈনিকদের স্বজনদের কাছে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সংবর্ধিত ভাষা সৈনিকদের স্বজনরা অভিযোগ করেন, ভাষা আন্দোলনের হাত ধরেই স্বাধীনতা সংগ্রামের বীজবপন হয়েছিল। অথচ আজ ভাষা সৈনিকদের কোনো স্বীকৃতি নেই।

রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো সংবর্ধনা দেওয়া হয় না। অথচ ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রাম একটি অপরটির পরিপূরক ছিল।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: