শিরোনাম

South east bank ad

কুলসুম মৃত, বাস্তবে জীবিত

 প্রকাশ: ০২ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও):

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নাম, বয়স কিংবা জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে নাম বাদ দেওয়াসহ প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখিন হচ্ছেন মানুষ।

এসব সমস্যা সমাধানে ভুক্তভোগী সংশ্লিষ্ট অফিসে দারস্থ হলে ভোগান্তিতে পড়ছেন। ঠাকুরগাঁও সদরের বার ঘরিয়া গ্রামের চামড়া ব্যবসায়ী শফিজত আলীর স্ত্রী সুফিয়া বেগমের (৩৭) জাতীয় পরিচয়পত্রের স্থলে মৃত ব্যক্তির আইডি দেয়ায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েন। এই কারণে তিনি ব্যাংক হিসাব, মোবাইল ফোনের সীম ক্রয়সহ নানা কাজে পরিচয়পত্র ব্যবহার করতে পারছেন না।

একই ভাবে জীবিত থাকা সত্ত্বেও জাতীয় পরিচয়পত্রের হিসাবে কুলসুম আক্তারকে (৩৩) মৃত দেখানো হয়েছে। এতে ভোট প্রয়োগ থেকে শুরু করে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই নারী।

ঠাকুরগাঁও সদর উপজেলার ঘনিমহেষপুর গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী কুলসুম আক্তার ভুল সংশোধনের জন্য ঠাকুরগাঁও নির্বাচন অফিসে ৬ মাস আগে আবেদন করেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

এদিকে জাতীয় পরিচয়পত্রে তাকে মৃত উল্লেখ করায় জাতীয় নির্বাচনে তাকে ভোট দিতে দেওয়া হয়নি।

কলসুম আক্তার জানান, জীবিত থেকেও আমি মৃত, ছয় মাস আগে এই দুর্ভোগ থেকে বাঁচতে তিনি ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসে আবেদন করেন। কিন্তু এখন পর্যন্ত কোন সমাধান হয়নি।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম জানান, সদর উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করলে সমাধান হয়ে যাবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: