শিরোনাম

South east bank ad

ক্লিনআপ শেরপুরের উদ্যোগে পরিচ্ছন্ন হলো শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনার

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :

"পরিচ্ছন্ন মানসিকতা পরিচ্ছন্ন বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে ২২ অক্টোবর শুক্রবার বিকেলে শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষ্কার পরিচ্ছন্নতার ইভেন্ট করেন ক্লিনআপ শেরপুর টিম। এসময় তারা শহীদ মিনার ও তার আশেপাশের বিভিন্ন স্থান পরিষ্কার করে এবং মানুষকে সচেতন করেন।

ক্লিনআপ শেরপুরের ইভেন্ট বাস্তবায়ন করতে উপস্থিত ছিলেন, ক্লিনআপ শেরপুরের সদস্য আশরাফুল ইসলাম, সাজ্জাদ হোসাইন, জুনায়েদ, আবু রায়হান, তানভীর মাহতাব, পরাগ, সিফাত, মাজহারুল, দিনুরি চোধুরী,সুমন শেখ, হোসেন আলী হেলাল বিএসসি, ইভানা ফারদীন জোহা, অর্পা, সুমাইয়া জান্নাত, আকলিমা জাহান, আনজুমান আরা প্রমুখ।

এসময় ক্লিনআপ বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও ক্লিনআপ শেরপুর জেলার সমন্বয় আল-আমিন রাজু বলেন, ময়লা ফেলুন সঠিক স্থানে, সুন্দর পরিবেশ গড়ুন আপন মনে।

তিনি আরো বলেন, আসুন আমরা সকলে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস করি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: