শিরোনাম

South east bank ad

খুলনায় ইউপি নির্বাচ‌নে আ’লীগের ম‌নোনয়ন পে‌লেন যারা

 প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ হেদা‌য়েতুল্লাহ, (খুলনা) :

আসন্ন দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে খুলনার রূপসা, ডুমুরিয়া, বটিয়াঘাটা ও ফুলতলা চার উপজেলার ২৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী ঘোষণা করা হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) রাতে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়।

তাদের মধ্যে রূপসা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীরা হলেন নৈহাটি ইউনিয়নে মো. কামাল হোসেন বুলবুল, আইচগাতী ইউনিয়নে মো. আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলা ইউনিয়নে মো. ইসহাক সরদার ও টিএসবি ইউনিয়নে জাহাঙ্গীর সেখ।

ডুমুরিয়া উপজেলার ১ নং ধামালিয়া ইউনিয়নে রেজোয়ান হোসেন মোল্যা, ২ নং রঘুনাথপুর ইউনিয়নে খান সাকুর উদ্দিন, ৩ নং রুদাঘরা ইউনিয়নে মোস্তফা কামাল খোকন, ৪ নং খর্নিয়া ইউনিয়নে আফরোজা খানম (মিতা), ৫নং আটলিয়া ইউনিয়নে অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, ৬ নং মাগুরাঘোনা ইউনিয়নে শেখ রফিকুল ইসলাম হেলাল, ৭ নং শোভনা ইউনিয়নে সরদার আব্দুল গনি, ৮ নং শরাফপুর ইউনিয়নে এইচ এ আই এম উবাঈদ উল্লাহ, ৯ নং সাহস ইউনিয়নে শেখ আব্দুল কুদ্দুস, ১০ নং ভান্ডারপাড়া ইউনিয়নে ডাঃ হিমাংশু বিশ্বাস, ১১ নং ডুমুরিয়া সদর ইউনিয়নে গাজী মোঃ হুমায়ুন কবির, ১২ নং রংপুর ইউনিয়নে রাম প্রসাদ জোদ্দার, ১৩ নং গুটুদিয়া ইউনিয়নে কাজী আলমগীর ও ১৪ নং মাগুরখালী ইউনিয়নে বিমল কৃষ্ণ সানা। বটিয়াঘাটা উপজেলার ২নং বটিয়াঘাটা ইউনিয়নে হুইপ তনয় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক পল্লব কুমার বিশ্বাস রিটু। ৪নং সুরখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন ইউনিয়ন আ’লীগ সভাপতি জাকির হোসেন লিটু। অন্যদিকে ৫নং ভান্ডারকোট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শিক্ষক আবুল কালাম আজাদ মনোনয়ন পেয়েছেন। এছাড়া ফুলতলা উপজেলার ফুলতলা সদর ইউনিয়নে মোল্যা আলী আজম মোহন, জামিরা ইউনিয়নে আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী, দামোদর ইউনিয়নে শরীফ মোহাম্মদ ভুঁইয়া ও আটরা-গিলাতলা ইউনিয়নে মো. মনিরুল ইসলাম।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: