শিরোনাম

South east bank ad

চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ৭৬

 প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

চট্টগ্রামে নতুন করে আরও ৭৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৯৬ শতাংশ। তবে করোনা আক্রান্ত হয়ে এদিন কারও মৃত্যু হয়নি।

আজ শনিবার (৮ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গতকাল শুক্রবার (৭ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৮২ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ৯টি ল্যাবে ১ হাজার ৫৩০ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ৭১ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি পাঁচ জন বোয়ালখালী, রাউজান, ফটিকছড়ি, হাটহাজারীর ও সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৯৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৫৭৫ জন। বাকি ২৮ হাজার ৪০৫ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: