শিরোনাম

South east bank ad

চরফ্যাসনে মাদকমুক্ত সমাজ গঠনে সভা

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমিনুল ইসলাম, (চরফ্যাসন) :

ভোলা জেলার চরফ্যাসন উপজেলায় মাদকমুক্ত সমাজ গঠন ও বাল্যবিয়ের প্রতিরোধে যুবসমাজের করনীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে৷

শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন "ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ" চরফ্যাসন উপজেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে টিম লিডার তরিকুল ইসলাম এর সঞ্চালনায় সংগঠনের সভাপতি মনির আসলামি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি মনজুর মোরশেদ, আতিকা পাটোয়ারী, ইশরাত জাহান, ফারজানা আফরোজ সখী, যুগ্মসাধারণ সম্পাদক নাফিজ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম আপনসহ অন্যান্য সদস্যবৃন্দ এ-সময় উপস্থিত ছিলেন৷

সভায় বক্তারা বলেন, বর্তমানে মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি। এ থেকে চরফ্যাসনের মানুষ মুক্তি পেতে হলে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করলেই চলবে না, মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে৷ মরণ নেশা মাদক এখন আর পিতা-মাতার অবাধ্য সন্তান, বখে যাওয়া ছেলে-মেয়ে, ভাসমান জনগোষ্ঠী, পথশিশু, যাযাবর, যৌনকর্মীর মধ্যে সীমাবদ্ধ নয়৷ সমাজের সর্বস্তরে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে শিক্ষিত-অশিক্ষিত নারী-পুরুষ, সকল শ্রেণী-পেশার চাকরিজীবী, ব্যাসায়ী ও যুব সম্প্রদায় অর্থাৎ সর্বপর্যায়ে মাদকাসক্ত আছে, যারা সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভদ্রবেশে বিচরণ করছে। এমন সামাজিক অবক্ষয় থেকে চরফ্যাসন কে মুক্ত করতে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনাও করেছেন তারা৷

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: