South east bank ad

চরফ্যাসনে শেখ রাসেল দিবস উদযাপন

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমিনুল ইসলাম, (চরফ্যাসন) :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে ভোলা জেলার চরফ্যাসন উপজেলাধীন চর শশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদরাসায় শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) বেলা ১১ টায় মাদরাসার হলরুমে শিক্ষক, ছাত্র-ছাত্রী, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকদের উপস্থিতিতে "শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস" এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপন করা হয়।

আলোচনা সভা অনুষ্ঠানে মাদরাসার সুপার মাওলানা ওমর ফারুক বলেন, ১৯৬৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল৷ বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে ৭৫ এর ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু, খুনি-ঘাতকরা প্রাণ ভিক্ষা দেয়নি ১০ বছরের শিশু সন্তানকে৷ তাদের নির্মম বুলেটের আঘাতে নিমিষেই কেড়ে নেয় চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্র শেখ রাসেলের প্রাণ৷ কিন্তু শেষ পর্যন্ত ঘাতকের ইচ্ছা পূরণ হয়নি৷ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনিদের বিচারের রায় এই বাংলার মাটিতে কার্যকর করেছেন৷ আলোচনা শেষে মাদরাসার সহ-সুপার মাওলানা নুরুল ইসলামের উপস্থাপনায় এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: