শিরোনাম

South east bank ad

চরসেনসাস ইউনিয়ন পরিদর্শন ও বৃক্ষ রোপন করলেন জেলা প্রশাসক

 প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রোমান আহম্মেদ, (শরীয়তপুর) :

“মা ইলিশ রক্ষা পেলে, সারা বছর ইলিশ মেলে” এই স্লোগান কে সামনে রেখে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন চরসেনসাস ইউনিয়নে ১৯ শত জেলের মাঝে মৎস্য ভিজিএফ চাউল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন ও বৃক্ষ রোপন করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান শরীয়তপুর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল- নাসীফের সভাপতিত্বে এর আগে সখিপুর থানা ও বালার বাজার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষ রোপন করেন। (১৪ অক্টোবর) বিকাল ৫ টায়,চরসেনসাস ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডের জেলের মাঝে ২০ কেজি করে মৎস্য ভিজিএফ চাউল বিতরণর করা হয়।

এ সময় চেয়ারম্যান জিতু মিয়া বেপারী বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাই এ সময় কোন প্রকার মা ইলিশ ধরা, মজুদ করা, এবং বিক্রি করা যাবে না, এ জন্য এ ২২ দিনের খাদ্য সামগ্রী আপনাদের দেয়া হচ্ছে বলে জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: