শিরোনাম

South east bank ad

চলনবিলে ২১টি বকপাখি অবমুক্ত

 প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোরের সিংড়ার চলনবিলে মুচলেকায় ছাড়া পেল পাখি শিকারি। আর বন্দি খাঁচা থেকে মুক্ত আকাশে উড়লো একুশটি বকপাখি।

বুধবার (৩ নভেম্বর) চলনবিলের গুটিয়া, চক কালিকাপুর ও দেবত্তর বিলে অভিযান চালায় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

কাক ডাকা ভোরে গুটিয়া বিলের ধান ক্ষেতে কিল্লা ঘরে বক দিয়ে বক শিকারের সময় ইউসুব আলী নামের একজন শিকারিকে আটক করে মুচলেকা নেয়া হয়। পরে চক কালিকাপুর ও দেবত্তর বিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১১টি পাখি শিকারের ফাঁদ (কিল্লা ঘর) ধ্বংস করা হয়। বেলা ১১টায় গুটিয়া বাজারে সচেতনতামূলক পথসভার মাধ্যমে উদ্ধার বকগুলো অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, নাটোরে কর্মরত যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট নাজমুল হাসান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক হারুন অর রশিদ সহ প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: