শিরোনাম

South east bank ad

ছেলের দুর্ঘটনার খবর শুনে মায়ের মৃত্যু

 প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছেলের সড়ক দুর্ঘটনার খবরে শেফালি বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুরে এ ঘটনা ঘটে।

এর আগে উপজেলার কানসাট ধোবপুকুর এলাকায় ট্রাক-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে শেফালির ছেলে সুমনসহ চারজন আহত হন।

প্রত্যক্ষদর্শী, পুলিশ, আহত ব্যক্তি ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোনামসজিদ সড়কের খড়কপুর গ্রামে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আহত আব্দুল মাতিন ও সজিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আহত সুমন জানান, সোনামসজিদ থেকে মাটি বোঝাই টাক্ট্রর নিয়ে কানসাটের দিকে যাচ্ছিলাম। এ সময় কানসাটের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ খবর শুনে আমার মা শেফালি বেগম হার্টঅ্যাটাক করে মারা গেছেন। কিন্তু এ দুর্ঘটনায় আমার তেমন কোনো ক্ষতি হয়নি।

শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, কানসাট ধোবপুকুর এলাকায় ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষে সুমনসহ চারজন আহত হয়েছেন। এ খবর শুনে সুমনের মা হার্টঅ্যাটাক করে মারা গেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: