শিরোনাম

South east bank ad

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনা সভা

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মিম জামান, (সাতক্ষীরা) :

“গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। নিারপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে পলাশপোলে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিারপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব দিদারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, বিআরটিএ সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর আবু হাসান মল্লিক, সাংবাদিক সেলিম রেজা মুকুল, মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, একটি দূর্ঘটনা একটি পরিবারের জন্য সারাজীবনের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। দূর্ঘটনায় আহত ব্যক্তিরা বাকী জীবন পঙ্গুত্ব বরণ কওে পরিবার তথা সমাজের কাছে বোঝা হয়ে যায়।

বক্তারা আরও বলেন,সচেতনতায় পারে দূর্ঘটনা রোধ করতে। বিশেষ কওে ভারসাম্য নিয়ে গাড়ি চালালে দূর্ঘটনা অনেকাংশ কমে আসবে।

এদিকে, বিআরটিএ এর আয়োজনে বেলা ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিআরটিএ সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
জেলা প্রশাসক হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, সড়ক দূর্ঘটনায় হতাহতে বাংলাদেশ ওপরের সারির দেশ। যথাযথ আইন প্রয়োগের পাশাপাশি ব্যক্তি সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: