শিরোনাম

South east bank ad

জয়পুরহাটে ৭ ইউনিয়নে ৬ জন আ’লীগ মনোনীত চেয়ারম্যান নির্বাচিত

 প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাশেদ ইসলাম, (জয়পুরহাট):

জয়পুরহাট জেলার ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার সাতটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (১১অক্টোবর) সকাল ৮টা থেকে ৬৩টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয়েছে ৪টা পর্যন্ত। দুই উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয়জন আওয়ামী লীগ মনোনীত এবং এক জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন, ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনোয়াজ্জামান তালুকদার নাদিম (নৌকা) ও মামুদপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মশিউর রহমান শামীম (নৌকা)।

আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডি এম রাহেল ইমাম (নৌকা), তিলকপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেলিম মাহবুব সজল (নৌকা), রায়কালী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুর রশীদ মন্ডল (নৌকা), গোপীনাথপুর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান (বিএনপি- আনারস মার্কা ), রুকিন্দিপুর ইউনিয়নে বিনা ভোটে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আহসান কবির এপ্লব (নৌকা), বে-সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেন্দ্রগুলোতে আনসার, ভিডিপি ও পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি দায়িত্ব পালন করে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: